১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়ের করোনা পজিটিভ!

প্রতিবেদক
Arfin Rupok
শনিবার, ২১ নভেম্বর , ২০২০ ৯:৫২

মাহমুদুল হাসান জয়; অ-১৯ চ্যাম্পিয়ন দলের সদস্য। মিডল অর্ডার এই ব্যাটসম্যানের সুযোগ হয়েছিল বঙ্গবন্ধু টি-২০ কাপ মাতানোর। কিন্তু হুট করেই দুঃসংবাদ শুনতে হলো তাকে। করোনা পরীক্ষার পজিটিভ রেজাল্ট এসেছে তার। এতে করে চট্টগ্রামের হয়ে মাঠ মাতানো নিয়ে সংশয় তৈরি হলো।

বাংলাদেশ ক্রিকেটে করোনার হানা নতুন নয়, এর আগেও জাতীয় দলের সাবেক এবং বর্তমান কিছু ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো জয়ের নাম।

গেট ওয়েল সুন।

, ,

মতামত জানান :