চোট কাটিয়ে বেশকিছুদিন আগেই ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছিলো চলতি বঙ্গবন্ধু টি-২০ কাপ মাতাবেন তিনি। এই আসরে অংশ নেওয়া ৫ দলের প্রায় দলই মাশরাফিকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলো। অবশেষে লটারি ভাগ্যে জয়ী জেমকন খুলনা।
মাশরাফিকে পাওয়ায় শক্তিশালী হলো খুলনার স্কোয়াড। এর আগে এ গ্রেডের সাকিব এবং রিয়াদকে নিয়েছিলো তারা। এবার সেই তালিকায় যুক্ত হলো মাশরাফির নাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে জেমকন খুলনার জার্সি গায়ে দেখা যাবে নড়াইল এক্সপ্রেসকে।