১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ড সিরিজের সূচির পরিবর্তন!

প্রতিবেদক
Musaddik Mitu
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি , ২০২১ ১১:৪১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুইটি টেস্ট ম্যাচ খেলেই বাংলাদেশ দলের নিউজিল্যান্ড রওয়ানা দেওয়ার কথা।তবে আগের সূচি থেকে এই সিরিজে কিছুটা পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি ওয়ানডে খেলতে এই মাসেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ দলের! সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ১৩ই মার্চ। তবে সেই ম্যাচের তারিখ ৭দিন পিছিয়ে ২০ মার্চে নেওয়া হয়েছে। সিরিজের বাকি ২ ওয়ানডেতে ২৩ ও ২৬ মার্চ মাঠে নামবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচিঃ-

তারিখ — ম্যাচ ——– ভেন্যু ——- সময় (বাংলাদেশ সময়ে)।

২০ মার্চ- ১ম ওয়ানডে- ডানেডিন – ভোর ৪টা।

২৩ মার্চ – ২য় ওয়ানডে- ক্রিসটার্চ – সকাল ৭টায়।

২৬ মার্চ – ৩য় ওয়ানডে – ওয়েলিংটন- ভোর ৪টা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ-

তারিখ —– ম্যাচ ——— ভেন্যু —– সময় (বাংলাদেশ সময়)।

২৮ মার্চ — ১ম টি-টোয়েন্টি – হ্যামিল্টন – সকাল ৭টা।

৩০ মার্চ – ২য় টি-টোয়েন্টি – নেপিয়ার – দুপুর ১২টায়।

১লা এপ্রিল- ৩য় টি-টোয়েন্টি- ওকল্যান্ড- দুপুর ১২টায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসের শুরুতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

, , ,

মতামত জানান :