১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা, তিন ফর্মেটে সোহান

প্রতিবেদক
বুধবার, ২৩ জুন , ২০২১ ৪:২৬

আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফর্মেটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জুলাইতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। খেলবে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ। সেই সিরিজের জন্য টেস্ট
-ওয়ানডেতে ১৭ ও টি-টোয়েন্টিতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ডিপিএলে নজরকাঁড়া পারফর্মেন্স দিয়ে জাতীয় দলে বেশ ক’বছর পর ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, তিন ফর্মেটের জন্যই তাকে স্কোয়াডে রেখেছে বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিশ্বজয়ী অনুর্ধ্ব-১৯ ব্যাচের শামীম হোসাইন পাটোয়ারী।
মুমিনুল হকের নেতৃত্বে ১৭ সদস্যের টেস্ট স্কোয়াডে ফিরেছে সাদমান-ইয়াসির। টি-টোয়েন্টি খেলবেন না মুুুশফিক।

টেস্ট স্কোয়াডঃ মুমিনুল হক(ক্যাপ্টেন), তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ, এবাদত হোসাইন, শরিফুল ইসলাম।

ওয়ানডে স্কোয়াডঃ তামিম ইকবাল খান(অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন, মোহাম্মদ মিথুন, আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

নজরকাঁড়া পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের শিবিরে ডাক পেলেন শামীম পাটোয়ারী

টি-টোয়েন্টি স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), তামিম ইকবাল খান, নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, আফিফ হোসাইন, শামীম হোসাইন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দীন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

৭-১১ জুলাইএকমাত্র টেস্ট
১৬ জুলাইপ্রথম ওয়ানডে
১৮ জুলাইদ্বিতীয় ওয়ানডে
২০ জুলাইতৃতীয় ওয়ানডে
২৩ জুলাইপ্রথম টি-টোয়েন্টি
২৫ জুলাইদ্বিতীয় টি-টোয়েন্টি
২৭ জুলাইতৃতীয় টি-টোয়েন্টি
শিডিউল

চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ স্কোয়াড। ৩ দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে প্রস্তুতি নিয়ে ৩-৪ জুলাই দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আইসিসি সুপার লীগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৪ জুলাই আরেকটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। কঠোর বায়ো-বাবলে থাকবে ক্রিকেটাররা এবং ম্যাচগুলোও হবে দর্শকবিহীন।

মতামত জানান :