৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা |

প্রতিবেদক
রবিবার, ১০ অক্টোবর , ২০২১ ৩:৪২

দরজার কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। ইতোমধ্যেই সবকটি দল নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আইসিসিও এই টুর্নামেন্ট আয়োজনে শেষের কাজগুলো সেরে নিচ্ছে। মাসব্যাপী অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রাইজমানি সম্পর্কে জানানো হয়েছে আজকে।

১৬ দলের এই টুর্নামেন্টে সবমিলিয়ে ৫.৬ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি থাকছে। প্রতি ম্যাচেই জয়ী দল বোনাস পাবে, এবং প্রতি রাউন্ডে বাদ পড়া দলগুলো পাবে বিশেষ পুরষ্কার।

প্রথম রাউন্ডে প্রতি জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার, ১২ ম্যাচে মোট ৪ লক্ষ ৮০ হাজার ডলার বোনাস দেয়া হবে৷ এই রাউন্ড থেকে বাদ পড়া চারটি দল ১ লক্ষ ৬০ হাজার ডলারের সমানভাগ পাবে, অর্থাৎ ৪০ হাজার ডলার করে পাবে তারা।

সুপার টুয়েলভেও ৪০ হাজার ডলার করে বোনাস দেয়া হবে, ৩০টি ম্যাচে মোট ১২ লক্ষ ডলারের বোনাস থাকছে। এই রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো প্রতিটি পাবে ৭০ হাজার ডলার করে; মোট ৫৬০,০০০ ডলার পাবে ৮টি দল।

সেমিফাইনালে গিয়ে বাদ হওয়া চার দল ৪ লাখ ডলার করে পাবে। মোট ৮ লাখ ডলার যাবে তাদের একাউন্টে।

প্রায় আড়াই মিলিয়ন ডলারের প্রাইজমানি থাকছে ফাইনাল খেলা উভয় দলের জন্য।
চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে রানার্সআপ হওয়া দল পাবে ৮ লাখ ডলার।

,

মতামত জানান :