টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিবিরে বড়সড় ধ্বাক্কা। ক্যারিবীয়দের তারকা অলরাউন্ডার ফ্যাবিয়ান এলেন গোড়ালির ইঞ্জুরিতে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে।
গোড়ালির চোটে পড়ে ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়লেন আইসিসি র্যাঙ্কিংয়ের ১৬ নাম্বার বোলার ও ১৭ নাম্বারে থাকা এই অলরাউন্ডার। বিশ্বকাপে নিশ্চিতভাবেই তাকে মিস করবে ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭.২১ ইকোনমি ও ১৩৯ স্ট্রাইকরেটে এলেনের। সাথে দলের অন্যতম সেরা ফিল্ডারও তিনি। ভাগ্যের কাছে হার মেনে বাড়ি ফিরতে হচ্ছে তাকে।
ফ্যাবিয়ান এলেনের ইঞ্জুরিতে কপাল খুলেছে বাঁহাতি স্পিনার আকিল হোসাইনের। রিজার্ভ বেঞ্চে থাকা এই বোলার ক্যারিবীয় শিবিরে অন্তর্ভুক্ত হয়েছেন এলেনের জায়গায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলা আকিলের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইকোনমি ৬.৩৩ এবং এভারেজ ২৬। আজ আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে তার।
অন্যদিকে রিজার্ভ বেঞ্চে আকিলের জায়গায় আসলেন বাঁহাতি অলরাউন্ডার গুডাকেশ মোটি। ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল ও জেসন হোল্ডারের সঙ্গে অপেক্ষমাণ থাকবেন তিনি।