মিরপুরে গতকাল ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হয়েছে উভয় দল।
গতকালকের ম্যাচে ২২/৩ বোলিং ফিগার নিয়ে হাসান আলী হয়েছেন ম্যাচসেরা। তবে মাঠে নুরুল হাসানের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিলো হাসানের। পরবর্তীতে ২৮ রানে সোহানকে আউট করে বাজে অঙ্গভঙ্গির মাধ্যমে ‘সেন্ড অফ’ করেন হাসান আলী। আইসিসির কোড অফ কন্ডাক্ট এর ২.৫ আর্টিকেল ভাঙ্গার দায়ে হাসান আলীর নামের পাশে যুক্ত হচ্ছে এক ডিমেরিট পয়েন্ট।
অন্যদিকে ধীরগতির ব্যাটিংয়ের পর বোলিংয়ে আরো স্লো ছিলো রিয়াদের দল। যার ফলে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০% জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। আর্টিকেল ২.২২ অনুযায়ী নির্দিষ্ট সময়ে এক ওভার পিছিয়ে থাকায় সকল খেলোয়াড়রা ২০% জরিমানা গুনছেন।
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের সম্মতিক্রমে উপরোক্ত দুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উভয় পক্ষই মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।