প্রবাদ আছে, প্রকৃতি সবকিছু ফিরিয়ে দেয়; সেটি কোন না কোন ভাবে। তেমনি ২০১৮ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে মুশফিক-রিয়াদদের নাগিন ড্যান্সের স্মৃতি ২০২২ এ আরব আমিরাতে ফিরে এলো টাইগারদের হারের মধ্য দিয়ে।
নাগিন ড্যান্স; এটি মুলত স্পিনার নাজমুল অপুর একটা উদযাপন ছিলো। উইকেট শিকারের পর তার এমন উদযাপন দর্শকদের মাতিয়ে তুলতো বেশ। কিন্তু নিদ্রাহাস ট্রফিতে ম্যাচ হারের পর টাইগারদের এমন উদযাপন মানতে পারছিলো না তারা। অপেক্ষায় ছিলো সুযোগের। অবশেষে সেটিও পূর্ণ হলো নিজেদের ব্যর্থতার দিনে।
এশিয়া কাপে ক্যাচ মিস, রিভিউ না নেওয়া, নো-বল, কিংবা রান আউট মিস! শেষ মূহুর্তে এসে এবাদতের এক ওভারে ১৭ রাান নিয়ে আশার প্রদীপ নিভিয়ে দেয় লঙ্কানরা। মাহাদীর বলে দৌড়িয়ে দুই রান নিতেই লঙ্কানদের ড্রেসিংরুমে লক্ষ্য করা যায় চামিকা করুণারত্নে নাগিন ড্যান্স করে জয় উদযাপন করছে। পরবর্তীতে জানা যায়, ‘লঙ্কানরা নিজেদের দুর্দান্ত জয়ে উজ্জীবিত হয়েছে তাই তাদের অনেক অংশগ্রহণকারীর মধ্যে একজন ‘নাগিন ড্যান্স’ দিয়ে জয় উদযাপন করেছে। শ্রীলঙ্কা কেন নাগিন ড্যান্স দিয়ে উদযাপন করেছিল তার ব্যাখ্যা ছিল যে ২০১৮ সালে বাংলাদেশ দল স্বাগতিকদের হারিয়ে একই রকম উদযাপন করেছিল। তাই তারা এটির অপেক্ষায় ছিলেন!’
