▪ লারার ব্যক্তিগত ৪০০ রানের ইনিংস
২০০৪ সালের কথা, ঘরের মাঠে ইংল্যান্ডের সাথে সিরিজে যখন নিজের অধিনায়কত্ব বাঁচানোটাই হয়ে দাঁড়িয়েছিলো দায়, সেখানে ব্রায়ান লারা খেলেছিলেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসটিই। হোয়াইট ওয়াশের মুখে টেস্ট ড্র হওয়ায় সেদিন টিকে গিয়েছিলো লারা অধিনায়কত্ব ।
কিন্তু সেদিন টিকেনি লারার রেকর্ড ভেঙ্গে নতুন রের্কড করা হেইডেনের সেই সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংসটি৷ ১৯৯৪ সালে করা লারার ৩৭৫ রানের ইনিংস ছিলো তৎকালীন ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রানের ইনিংস খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেথ্যু হেইডেন। তার সেই রেকর্ড কে ছয় মাসের মধ্যেই ভেঙ্গে দিয়ে লারা আবারো ফিরিয়ে ছিলো নিজের সেই বরপুত্রের মুকুট। ৪৩ চার এবং ৪ ছক্কায় ম্যারাথন ৪০০ রানের সেই ইনিংসটি ছিলো আজকের এইদিনেই।
▪ ৩০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি
১৯৩০ সালের আজকের এইদিনে সমাপ্তি ঘটে ক্রিকেট ইতিহাসে সবেচেয় দীর্ঘ টেস্টে ক্যারিয়ার ইনিংসের। ১৮৮৯ সালে ক্রিকেট খেলা শুরু করা উইলফ্রেড রোডস নিজের ক্যারিয়ার সমাপ্তি সুর তুলেছিলেন ১৯৩০ সালের আজকের এইদিনে৷ রোডসের এই ৩০ বছর ৩১৫ দিনের ক্যারিয়ার এবং সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডে; রেকর্ডের পাতায় রোডস সামনে থেকে নেতৃত্ব দিবেন আরো বহু বছর, একথায় কোন ঝুঁকি নাই।
▪ আজকের দিনে বাংলাদেশের ম্যাচ-
১২-৪-২০১৩ বাংলাদেশ বনাম ভারত ( ওয়ানডে)
ফলাফলঃ ৫৮ রানে হার
▪ আজকের দিনে জন্মদিন-
১৮৯৪- ফ্রেড বারাট (ইংল্যান্ড)
১৯৭৪- কবির খান (পাকিস্তান)
১৯৭৯- লরেন্স রো (দক্ষিণ আফ্রিকা)
১৯৮৩- ডোয়াইন স্মিথ (ওয়েস্ট-ইন্ডিজ)
১৯১১- জিওফ চাব (দক্ষিণ আফ্রিকা
১৯৪৮- রফিক জুমাদিন (ওয়েস্ট-ইন্ডিজ)
১৯১৭- বিনু মানকড় (ভারত)
▪ আজকের দিনে সেঞ্চুরি-
১৯৫৫- ক্লাইড ওয়ালকট (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৫৫- এভারটন উইকস (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৭৬- গুন্ডাপ্পা বিশ্বনাথ (ভারত বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৭৬- সুনীল গাভাস্কার (ভারত বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৮৯- ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
১৯৯২- ফিল সিমন্স (ওয়েস্ট-ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৯৪- অ্যালেক স্টিওয়ার্ট (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৯৬- আমির সোহেল (পাকিস্তান বনাম৷ ভারত)
২০০১- মেথ্যু সিনক্লেয়ার (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)
২০০২- শিভনারায়ন চন্দরপল (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
২০০৩- ব্রায়ান লারা (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
২০০৩- ড্যারেন গঙ্গা (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
২০০৪- রিডলি জ্যাকবস (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
২০০৫- শচীন টেন্ডুলকার (ভারত বনাম দক্ষিন পাকিস্তান)
২০০৫- রামনরেশ সারওয়ান (ওয়েস্ট-ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা)
২০০৭- স্কট স্টাইরিস (নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা)
▪ আজকের দিনে ৫ উইকেট-
১৯৯৪- কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
২০০০- ফ্রাঙ্কলিন রোজ (ওয়েস্ট-ইন্ডিজ বনাম পাকিস্তান)
২০০৫- মাখায়া এনটিনি (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট-ইন্ডিজ)