২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জুলাই-০২

প্রতিবেদক
Mugdha Saha
শুক্রবার, ২ জুলাই , ২০২১ ১১:৪৭

▪ ২৫ রানে অল-আউট-
ক্রিকেটের আধুনিকায়ন কিংবা একাল সেকাল মিলে উইন্ডিজ ক্রিকেট টিম ক্রিকেটের অন্যতম পরাশক্তি। তবে আজকের স্মৃতিরমোন্থন টা গৌরবের নয়, অনেকটা লজ্জার। ১৯৬৯ সালের আজকের এই দিনে ১ দিনের একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিলো উইন্ডিজ এবং আয়ারল্যান্ড। সেই ম্যাচের ১ম ইনিংসে উইন্ডিজ গড়েছিলো নিজেদের ইতিহাসে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড (২৫ রান)৷ উইন্ডিজ ক্রিকেটে এমনি একিটি কালো দিন ছলো ১৯৬৯ সালের আজকের এই দিনে।


▪বেসিল বাউচারের ৮ ঘন্টা ব্যাটিং-
১৯৬৬ সালে উইন্ডিজ ক্রিকেট দল তখন ইংল্যান্ডের ডেরায় উদ্দেশ্য ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা। সিরিজের ২য় টেস্টে ম্যাচের ৩য় ইনিংস এবং নিজেদের ২য় ইনিংসে ইতিমধ্যেই ছিলো ২ উইকেটের পতনের ফলে ২২ গজে আসেন বেসিল বাউচার। এসে রচনা করলেন এই মহাকাব্য; ২২ গজে স্থায়ী ছিলেন টানা ৮ ঘন্টা এবং সেই সাথে তুলে নিয়েছিলেন নিজের ব্যাক্তিগত দ্বিশতক! সময়ের হিসেব বলে ১৯৬৬ সালের আজকের দিনে সৃষ্টি হয়েছিলো এমন রেকর্ড।


▪ উইকেট কিপার হিসেবে ১ ইনিংসে ৬ ক্যাচ-
প্রথম শ্রেনীর ক্রিকেটে উইকেট কিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ইংলিশ ক্রিকেটার হুগু ইয়ার্নল্ড এর৷ স্কটল্যান্ডের বিপক্ষে ইংলিশ কাউন্টি দল ওস্টারশায়র এর হয়ে ইনিংসে ৬ টি ক্যাচ নিয়ে এমন ইয়ার্নল্ড এমন রেকর্ডের জন্ম দিয়েছিলেন ১৯৫১ সালের আজকের এইদিনে।


▪ এক ইনিংসে ১০ উইকেট-
আমরা সবাই জানি কিংবা অনেকের অজানা টেস্ট ক্রিকেট এক ইনিংসে ১০ উইকেট শিকারের ঘটনা ক্রিকেট বিশ্ব দেখেছে মোটে ২ বার। কিন্তু প্রথম শ্রেনীর ক্রিকেট কি এমন ঘটনা আছে? ১৯৯৪ সালের আজকের এইদিনে এমন এক গৌরবময় রেকর্ডের জন্ম দেয় ইংলিশ বোলার রিচার্ড জনসন। ১৯৯৪ সালের আজকের এই দিনে ডার্বিশায়র এবং মিডিলসেক্স এর মধ্যকার এক ম্যাচে এমন রেকর্ডের হয়েছিলো উদ্ভাবন।


▪ আজকের দিনে বাংলাদেশের ম্যাচ-
২-৭-২০১৯ বাংলাদেশ বনাম ভারত (ওয়ানডে)
ফলাফলঃ ২৮ রানে হার


আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেছিলেন-
১৮৫৮- রেজিনল্ড অ্যালান (অস্ট্রেলিয়া)
১৮৮২- এডাগার মায়েন (অস্ট্রেলিয়া)
১৮০৬- নেইল ও ব্রায়ান (অস্ট্রেলিয়া)
১৯৩৪- ইভান মাদ্রেয় (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৭৯- মাইকেল পাপস (নিউ-জিল্যান্ড)
১৯৬৩- নেইল উইলিয়ামস (ইংল্যান্ড)


▪ আজকের দিনে সেঞ্চুরি-
১৯০৭- পার্সি শেরওয়েল (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯২১- চার্লস ম্যাককার্টনি (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯২৯- মরিস লেল্যান্ড (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯২৯- মরিস টেট (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৫৪- ডেনিস কম্পটপন (ইংল্যান্ড বনাম পাকিস্তান)
১৯৫৪- রেগ সিম্পসন (ইংল্যান্ড বনাম পাকিস্তান)
১৯৮৪- অ্যালান ল্যাম্ব (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৯২- আমের সোহেল (পাকিস্তান বনাম ইংল্যান্ড)
১৯৯৮- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০০২- সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
২০০৮- গ্যাভিন হ্যামিল্টন (স্কটল্যান্ড বনাম আয়ারল্যান্ড)
২০০৮- ইউনুস খান (পাকিস্তান বনাম ভারত)
২০১৩- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা বনাম ভারত)
২০১৩- উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা বনাম ভারত)
২০১৯- রোহিত শর্মা (ভারত বনাম বাংলাদেশ)


▪ আজকের দিনে ৫ উইকেট-
১৯০৭- টেড আর্নল্ড (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)

১৯০৯-সিডনি বার্নস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯০৯- চার্লস ম্যাককার্টনি (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৬৪- নেইল হক (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৯৩- মার্ভ হিউজ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৯৯- অ্যান্ডি ক্যাডিক (ইনল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
২০০৪- গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০০৬- অনিল কুম্বলে (ভারত বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০৬- কোরি কলিমোর (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
২০১১- ফিডেল এডওয়ার্ডস (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
২০১৭- একতা বিস্ত (ভারত প্রমীলা বনাম পাকিস্তান প্রমীলা)
২০১৭- জেসন হোল্ডার (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
২০১৯- মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ বনাম ভারত)

মতামত জানান :