আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াবে ক্রিকেটখোর প্রিমিয়ার লিগ (সিপিএল), টাঙ্গাইল জোনের সিজন ৮। এবারের ভেন্যু নির্ধারণ করা হয়েছে, টাঙ্গাইল জেলার, কালিহাতী উপজেলার আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।
প্লেয়ার্স ড্রাফটের আগেই সিপিএল অংশগ্রহন করা টিম ক্যাপটেইন তাদের পছন্দ মত দুইজন করে আইকন প্লেয়ার দলে নেওয়ার সুযোগ পেয়েছিল। এ ক্যাটেগরি, বি ক্যাটেগরি এবং সি ক্যাটেগরি অনুযায়ী ৩২জন প্লেয়ারকে ড্রাফটের মাধ্যমে ৪টি দলে ভাগ করা হয়েছে। মাঠ কাপাতে চাঁদপুর, নরসিংদী, বি-বাড়ীয়া, চট্টগ্রাম, গাজীপুর জোনের প্লেয়াররা যুক্ত হয়েছেন এবারের সিপিএলে।
কালিহাতী টাইগার্সঃ
আজাদ মিয়া (অধিনায়ক), তানভির ইসলাম, হৃদয় হাসান, মোনায়েম মহিন, নাফিস সিদ্দিক, মনির হোসাইন, আদিত্য, তানভির সেলিম, মিজানুর রহমান, রানা হামিদ, সাইফুর রহমান সবুজ।
টাঙ্গাইল লাইয়ন্সঃ
মেহেদী সিদ্দিক (অধিনায়ক), শুভ সরকার, আজিজ রানা, মাহমুদুল্লাহ, নাহিয়ান আহমেদ, শহিদ, রাসেল মিয়া, সালমান রেজা, আসিফ মোল্লা, মোঃ আলামিন, মোঃ রিফাত রায়হায়।
ভুয়াপুর ফ্যালকন্সঃ
নাদিম মাহমুদ (অধিনায়ক), খাইরুল ইসলাম, রাসেল, মেহেদী, রোহান, সুমন আদি, কে এইচ নিলয়, কেএইচ অন্তর, শাহেদ, জাকারিয়া হাসান, শাকিল।
সখিপুর ওয়ারিওর্সঃ
ইমরান হোসাইন (অধিনায়ক), মোঃ সাদিক, শাহরিয়ার শুভ, জাহিদুল ইসলাম, এমামুল হক, নাজমুল হোসেন খান, রনি তালুকদার, সুলতান খান, আরিফুল ইসলাম শিশির, তামিম খান, মনির হোসাইন।