বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার ইফতেখার হোসেনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। গত সোমবার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক বিল্ডিংয়ে দ্বিতীয় ব্যাচের ১৫ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয় আর এতেই করোনা পজেটিভ আসে ইফতেখার হোসেনের। বিষয়টি নিশ্চিত করেছেন অনুর্ধ্ব ১৯ দলের ম্যানেজার এমএ কায়সার।
এর আগে ১৬ আগস্ট ১ম ব্যাচের ১৫ জনের করোনা পরীক্ষা করানো হয় এবং সকলেরই ফলাফল নেগেটিভ আসে।
ইফতেখার হোসেন ইফতি এবছর বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছেন৷ বরিশালের এই ক্রিকেটার মূলত বাহাতি ব্যাটসম্যান ও ডানহাতি পেস বোলার।
উল্লেখ্য, ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে অনুর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়দের প্রস্তুতি শুরুর লক্ষ্যে তাদের নিয়ে কাজ করছিল ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় চলছিল করোনা পরীক্ষা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং নিজ কক্ষে আইসোলেশনে থাকবেন বলে জানা গেছে