২২ বছর পর রোববার (১৭ ডিসেম্বর) এই ক্লাব পেয়ে গেলো তাদের অষ্টম সদস্য। নতুন করে নাম লেখালেন অজি অফস্পিনার নাথান লায়ন।
পার্থ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের ফাহিম আশরাফকে এলবিডব্লু করে ৫০০তম উইকেটটি শিকার করেন তিনি। পরে তুলে নেন আমির জামালকেও। ১২৩ ম্যাচ শেষে এখন তার টেস্ট উইকেট সংখ্যা ৫০১। ক্যারিয়ারে তিনি ২৩ বার ৫ উইকেট এবং ৪ বার ১০ উইকেট শিকার করেছেন।
টেস্টে ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে সবার উপরে আছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। অস্ট্রেলিয়ানদের পক্ষে ৭০৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন প্রয়াত শেন ওয়ার্ন। আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৫৬৩টি। ১২৩ ইনিংসে ৫০০ উইকেট শিকার করা লায়ন কোথায় গিয়ে থামবেন সেটিই দেখার।