১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হল অব ফেমে জায়গা হলো জ্যাক ক্যালিসের

প্রতিবেদক
Mugdha Saha
রবিবার, ২৩ আগস্ট , ২০২০ ৪:১২

জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার। ক্রিকেট মাঠে অসাধারণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন, জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের কাতারে। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্যালিস বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার। এবার সেই ক্যালিসের জয়গা হলো আইসিসির হল অব ফেমে। আজ ২৩ আগস্ট আইসিসির ইউটিউব চ্যালেনের লাইভ অনুষ্ঠানে ক্যালিসের নামটি ঘোষণা করা হয়।

এটি মূলত খেলোয়াড়দের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি ও সম্মাননা হিসেবে দেওয়া হয়ে থাকে। আইসিসির শতবর্ষ উপলক্ষে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় হল অব ফেম খেতাবের প্রচলন হয়েছিল।

প্রতি বছরের ন্যায় এবারেও এই খেতাব জিতেছে ৩ জন ক্রিকেটার। যেখানে সবার প্রথমে জায়গা হয়েছে জ্যাক ক্যালিসের। এরপর ঘোষণা করা হয় পাকিস্তানের জহির আব্বাস, অস্ট্রেলিয়া নারী ক্রিকেটার লিসা স্থলেকার এর নাম।

উল্লেখ্য, গত বছর হল অব ফেমে জায়গা হয়েছিল শচীন টেন্ডুলকার, অ্যালান ডোনাল্ড ও ক্যাথরিন ফিজপ্যাট্রিকের।

,

মতামত জানান :