১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-২০ ক্রিকেটে অনন্য মাইলফলক স্পর্শ ব্রাভো’র

প্রতিবেদক
Arfin Rupok
বুধবার, ২৬ আগস্ট , ২০২০ ৯:২৯

ডোয়াইন ব্র্যাভো, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। তাকে টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবেই চেনেন সবাই। কেননা, বিশ্বের প্রায় সকল লীগেই দেখা যাক তাকে। বিশ্ব মাতানো ব্র্যাভো আজ নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। টি-২০ ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ব্র্যাভো।

আজ সেন্ট লুসিয়ার বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে এই রেকর্ড স্পর্শ করলেন তিনি। করোনা পরবর্তী সময়ে চালু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ। নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতানো ব্র্যাভো আজ কর্ণওয়েলকে শিকারের মাধ্যমে এই তালিকায় যুক্ত হলেন। টি-২০ ক্রিকেটে ৪৫৯ তম ম্যাচে এসে এই রেকর্ড স্পর্শ করলেন ব্র্যাভো। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ব্র্যাভো।

টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ৫ বোলার:

ডোয়াইন ব্র্যাভো- ৫০১

লাসিথ মালিঙ্গা- ৩৯০

সুনীল নারাইন- ৩৮৩

ইমরান তাহির- ৩৭৪

সোহেল তানভীর- ৩৫৬

সিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী ৫ বোলার:

ডোয়াইন ব্র্যাভো- ১০১

রায়াদ এম্রিত- ৯২

কৃষমার স্যান্তোকি- ৮৫

সুনীল নারাইন- ৭৬

শেলডন কট্রেল- ৭২

,

মতামত জানান :