৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এন্ডারসনের নামের পাশে ৬০০

প্রতিবেদক
Arfin Rupok
মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২০ ৯:৪৪

জেমস এন্ডারসন, ইংল্যান্ড ক্রিকেটের সেরা বোলার। ক্রিকেটের বাইশ গজে সুইংয়ে কুপোকাত করেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। নিজের নামটি নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। সেই জেমি এবার নিজের নামটি লিখলেন নতুন ভাবে। ইতিহাসে যুক্ত করলেন নতুন পাতা। যেই পাতায় প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট শিকার করে নিজের নামটি লিখলেন জেমস এন্ডারসন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের অধিনায়ক আজহার আলীর উইকেট শিকারের মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেট ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন জেমস এন্ডারসন। এছাড়াও টেস্ট ক্রিকেট ইতিহাসের ৪র্থ বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জেমি।

উল্লেখ্য, সাদা পোশাকে সর্বোচ্চ ৮০০ উইকেট শিকার করে শীর্ষে আছেন শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। এছাড়াও ৬০০ উইকেটের ক্লাবে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন, ভারতের কিংবদন্তি বোলার অনিল কুম্বলে। এবার এই তালিকায় যুক্ত হলো জেমস এন্ডারসনের নাম।

অবশ্য, একটা দিক দিয়ে সবার উপরেই থাকবে এন্ডারসনের নাম। কেননা, টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৬০০ উইকেট শিকারী বোলার:

মুত্তিয়া মুরালিধরন- ১০১ ম্যাচ।

অনিল কুম্বলে- ১২৪ ম্যাচ।

শেন ওয়ার্ন- ১২৬ ম্যাচ।

জেমস এন্ডারসন- ১৫৬ ম্যাচ।

টেস্ট ক্রিকেট ইতিহাসে ৬০০+ উইকেট শিকারী ৪ বোলার:

মুত্তিয়া মুরালিধরন- ৮০০(১৩৩)

শেন ওয়ার্ন- ৭০৮(১৪৫)

অনিল কুম্বলে- ৬১৯(১৩১)

জেমস এন্ডারসন- ৬০০ (১৫৬)*

[(*) চিহ্নিত ক্রিকেটাররা এখনো খেলে যাচ্ছেন।]

ম্যাজিক ফিগারে জেমির শিকার:
১ম – মার্ক ভার্মুলেন।
১০০তম- জ্যাক ক্যালিস।
২০০তম- পিটার সিডল।
৩০০তম- পিটার ফুলটন।
৪০০তম- মার্টিন গাপটিল।
৫০০তম- ক্রেইগ ব্র্যাথওয়েট।
৬০০তম- আজহার আলী।

মতামত জানান :